ডেলিভারি বয় কে বাইক উপহার গ্রাহকের।। মানবতার পৃথিবী।। বাইক কিনে দিলেন গ্রাহক।
বলা হয় ঈশ্বর মানুষকে অকৃত্রিম ভালোবাসার পাঠ শেখানোর জন্যই এই পৃথিবীর সৃষ্টি করেছেন। এই কথার সত্যতা আবার প্রমান করলো হায়দ্রাবাদ এলাকার এক বাসিন্দা। গোটা বিশ্ব জুড়ে করোনা মহামারীর প্রকোপের ফলে মানুষকে অনলাইন পরিষেবার ওপর নির্ভরশীল হয়ে উঠতে হয়েছে। শপিং কেন্দ্র করেই হোক কি খাবার দেওয়ার কেন্দ্র করে। তাই ঘরে বসে অনেক পরিষেবায় মানুষ অনলাইন থেকে নিতে চায়। এমনই হায়দ্রাবাদের এক ব্যক্তি খাবার অর্ডার করেছিলেন অনলাইন সংস্থার মাধ্যমে। হায়দ্রাবাদের কিং কোটি এলাকার বাসিন্দা আকিল আহমেদ সেই অর্ডার পৌঁছে দেওয়ার জন্য মাত্র কুড়ি মিনিটের মধ্যে 9 কিলোমিটার রাস্তা অতিক্রম করে সঠিক সময়ে গ্রাহকের বাড়িতে পৌঁছে যান। উনি সাইকেল সাইকেল চালিয়ে এসে ডেলিভারি করেন। অনলাইন কর্মীর কর্মনিষ্ঠতা দেখে গ্রাহক সেই আকিল আহমেদের ছবি ফেসবুকে পোস্ট করেন। এবং তার জন্য সাহায্যের আবেদন করেন। কিছু সময়ের মধ্যে ফেসবুক পোস্টের মাধ্যমে জোগাড় করে ফেলেন 70 হাজার টাকা। এখানে সেই টাকায় আকিল কে কিনে দেন একটি নতুন বাইক। আকস্মিক গ্রাহকের থেকে এমন উপহার পেয়ে আখিল হয়ে যায় হতভম্ব। এই ঘটনার সত্যতা আরো...